
প্রশ্ন
আমরা শোনেছি যে, মিনায় অবস্থিত মসজিদে খাইফে সত্তরজন নবী নামায আদায় করেছেন। একথা কি সঠিক? প্রমাণসহ জানালে উপকৃত হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, একথা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে মারফূ হাদীসে এসেছে যে, মসজিদে খাইফে সত্তরজন নবী নামায আদায় করেছেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- আখবারে মক্কা, খন্ড: ২, পৃষ্ঠা: ১৭৪
- মাজমাউয যাওয়াইদ, খন্ড: ৩, পৃষ্ঠা: ৬৩৯
- তাবারানী আওসাত, খন্ড: ৬, পৃষ্ঠা: ১৯৩