কসম-মান্নত Fatwa Cover

মসজিদে মুরগি দেওয়ার মান্নত আদায়

মাসিক আল কাউসারকসম-মান্নত


প্রশ্ন

জনৈক ব্যক্তি মান্নত করেছে যে, মসজিদে একটি মুরগি দিবে। জানার বিষয় হল, ঐ মুরগি সে কীভাবে দিবে? বিক্রি করে টাকা মসজিদে দিবে? নাকি গরিবদেরকে দিবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঐ ব্যক্তি ইচ্ছা করলে মুরগি বিক্রি করে তার মুল্য মসজিদে দিতে পারে। আবার মুরগিও দিতে পারে। সেক্ষেত্রে মসজিদকর্তপক্ষ তা বিক্রি করে মসজিদের কাজে লাগাবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • আলমাবসূত, সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ১৩৭
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২২৮
  • মাজমাউল আনহুর, খন্ড: , পৃষ্ঠা: ২৭৪
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৪
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৯৬
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৭৩৫
  • আলমাওসূআতুল ফিকহিয়্যাহ, খন্ড: ৪০, পৃষ্ঠা: ১৪৭