হজ্জ Fatwa Cover

মহিলাদের জন্য জামাতাকে নিয়ে হজ্জ করা

ইসলামী জিন্দেগীহজ্জ


প্রশ্ন

কোন মহিলা নিজের মেয়ের স্বামীকে অর্থাৎ জামাতাকে নিয়ে হজ্জে যেতে পারবে কি-না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নারীর হজ্জে যেতে হলে স্বামী বা দ্বীনদার মাহরাম তথা এমন পুরুষলোক, যাদের সাথে বিবাহ বৈধ নয়, তাদেরকে সাথে নিয়ে যেতে হবে। মাহরাম নিজের বংশের কারণে, বিবাহের কারণে, এবং দুধের কারণে হয় এ হিসেবে মেয়ের স্বামীকে নিয়ে হজ্জে যেতে পারবে। তবে বৈবাহিক এবং দুধপান সূত্রের মাহরামদেরকে নিয়ে বর্তমান ফিতনা ফাসাদের যমানায় হজ্জে যাওয়া হতে পরহেয করা উচিৎ। তাই মেয়ের স্বামীকে নিয়ে হজ্জে না যাওয়াই শ্রেয় হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি পিতা, ভাই বা দ্বীনদার স্বামী না পায়, বা পেল কিন্তু তাদের হজ্জের খরচের যোগাড় হলো না, তবে উক্ত মহিলাকে তার পক্ষে হতে বদলী হজ্জের ওসীয়্যত করে যাওয়া জরুরী।

- والله اعلم باالصواب -

সুত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৪
  • মু’আল্লিমুল হুজ্জাজ, পৃষ্ঠা: ৮৬