
প্রশ্ন
মহিলাদের দ্বারা যবেহকৃত জন্তু খাওয়া জায়িয আছে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মেয়ে লোকের দ্বারা যবেহকৃত জন্তু খাওয়া জায়িয আছে। যবেহের ক্ষেত্রে পুরুষ হওয়া জরুরী নয়। কোন সাহায্যকারী না থাকলে পায়ের নীচে দাবিয়েও যবেহ করা যেতে পারে।
- والله اعلم باالصواب -
সুত্র
- হিদায়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪৫০
- ফাতাওয়া আলমগীরী, খন্ড: ৫, পৃষ্ঠা: ২৮৬
আনুষঙ্গিক ফতোয়া
- কুরবানীর জন্তু তিন দিনের মধ্যে কুরবানী না করা
- পুরুষ ও মহিলাদের নামাযের পার্থক্য
- মহিলাদের জন্য রমল করা
- মহিলাদের জন্য তালীমের ব্যবস্থা করা এবং তাদের থেকে দান গ্রহণ করা
- কুরবানী জন্তুর মূল্য দান করা
- নামাযে মহিলারা কতটুকু হাত উঠাবে ও বৈঠক কিভাবে করবে
- মহিলাদের খৎনা করার হুকুম কি
- মাহরাম কাকে বলে মহিলাদের জন্য মাহরাম ছাড়া সফরের হুকুম কি