
প্রশ্ন
সাধারণত পুরুষদের লাশে সুগন্ধি লাগানো হয়। এখন জানার বিষয় হল, মহিলাদের লাশেও কি সুগন্ধি লাগানো যাবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, মহিলাদের লাশেও সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪১৬
- শরহুল মুনইয়্যাহ, পৃষ্ঠা: ৫৭৯
- হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৬৭
- আননাহরুল ফায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৮৪
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৬১
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ১৭৩
আনুষঙ্গিক ফতোয়া
- ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার
- মহিলাদের জন্য লিপষ্টিক ও নেল ব্যবহার করার হুকুম কি
- স্বামী মারা গেলে মহিলাদের জন্য চুড়ি ব্যবহার ও সাজগুজ করার হুকুম কী
- উমরার ইহরাম বেঁধার পর সুগন্ধি সাবান ব্যবহার
- মহিলা ও পুরুষদের জন্য পায়ে মেহেদি ব্যবহারের হুকুম কি
- বরই পাতা দিয়ে লাশ গোসল দেয়া
- রমযান মাসে মহিলারা হায়েয-নেফাস অবস্থায় করণীয়
- ঘরে তারাবীহের জামা‘আতে মহিলাদের অংশগ্রহন