বিবিধ Fatwa Cover

মহিলাদের লাশে সুগন্ধি ব্যবহার

মাসিক আল কাউসারবিবিধ


প্রশ্ন

সাধারণত পুরুষদের লাশে সুগন্ধি লাগানো হয়। এখন জানার বিষয় হল, মহিলাদের লাশেও কি সুগন্ধি লাগানো যাবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, মহিলাদের লাশেও সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব।

- والله اعلم باالصواب -

সুত্র

  • মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: , পৃষ্ঠা: ৪১৬
  • শরহুল মুনইয়্যাহ, পৃষ্ঠা: ৫৭৯
  • হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৭
  • আননাহরুল ফায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৪
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬১
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৭৩