
প্রশ্ন
মহিলারা জানাযার নামাযে ইমামতী করতে পারবে কি-না? এবং মহিলার ইমামতীতে জানাযার নামায আদায় করা হলে তা পুনরায় আদায় করতে হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মহিলারা পুরুষের ইমাম হতে পারে না। সুতরাং কোন মহিলা জানাযার নামাযে পুরুষের ইমামতী করতে পারবে না। তবে যদি সেখানে কোন পুরুষ না থাকে, তাহলে মহিলা ইমামতী করতে পারবে। কোথাও যদি কোন মহিলা জানাযার নামাযে পুরুষের ইমামতী করে তবে সেখানে দ্বিতীয়বার জানাযার নামায পড়তে হবে না। কেননা, যদিও উক্ত মহিলার ইমামতী সহীহ্ হয়নি এবং তার পিছনে পুরুষের নামাযও হয়নি তবুও যেহেতু উক্ত মহিলার নামায হয়ে গেছে তাই ফরজে কিফায়াহ্ আদায় হয়ে গেছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ২০৮
- ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ৫, পৃষ্ঠা: ২৮৯
আনুষঙ্গিক ফতোয়া
- পুরুষ ও মহিলাদের নামাযের পার্থক্য
- মহিলাদের ইমামতি সহীহ কিনা
- মহিলাদের জন্য আযান-ইকামতের বিধান
- ঘরে তারাবীহের জামা‘আতে মহিলাদের অংশগ্রহন
- মক্কা-মদীনার সফরে মহিলাদের মসজিদে নামায আদায়
- মহিলাদের জন্য হাত খোলা রেখে নামায পড়া
- মসজিদে তারাবীহের জামা‘আতে মহিলাদের অংশগ্রহন
- কেবল মাত্র স্বামী-স্ত্রীর জামা‘আতবদ্ধ হয়ে নামায আদায়