
প্রশ্ন
জনৈক ব্যক্তির নামাযে রুকু-সিজদাহ করার সময় বা এমনিতেই কোন কোন সময় পেশাবের ফোঁটা বেরিয়ে আসে। তবে সব সময় ধারাবাহিক ভাবে বের হয় না। এমন ব্যক্তির পিছনে নামায পড়া ঠিক হবে কি? সে নির্দিষ্ট একটা কাপড় দ্বারা প্রত্যেক ওয়াক্ত নামায পড়াতে পারবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
উল্লেখিত ব্যক্তি শরী‘আতের দৃষ্টিতে মা’যূর নয়। বরং তিনি রুগী। এমতাবস্থায় তার চিকিৎসা হওয়ার আগ পর্যন্ত তার জন্য ইমামতী করা বা তাকে ইমাম হিসেবে রাখাও যাবে না। কারণ, যে কোন মুহুর্তে তার উযু চলে যেতে পারে। সুতরাং ইচ্ছাপূর্বক সকলের নামায দোহরানোর ঝুঁকি নেয়ার অনুমতি নেই। হ্যাঁ সহীহ কিরাআত পড়নেওয়ালা এবং মাসাইল জাননেওয়ালা কোন লোকই যদি না পাওয়া যায়, তাহলে তার পিছনে ইকতিদা করবে। তবে যদি তার পেশাবের ফোটা এসে যায়, তাহলে সকলের নামায দোহরাতে হবে। ঐ ব্যক্তি নামাযের জন্য নির্দিষ্ট একটা কাপড় রাখতে বা ব্যবহার করতে পারে। কিন্তু কোন স্থানে পেশাবের ফোটা লাগলে সে স্থান ধুয়ে নেয়া জরুরী।
- والله اعلم باالصواب -
সুত্র
- আল-আশরাহ ওয়ান্নাযায়ির, পৃষ্ঠা: ১০০
- ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ২, পৃষ্ঠা: ৩১২
আনুষঙ্গিক ফতোয়া
- প্রস্রাবের ছিটা সম্পর্কে
- ইমামতীর হকদার বিষয়ে ফিক্বহে হানাফীর কিতাবের ইবারতের উপর উত্থাপিত প্রশ্নের জবাব
- এক মাযহাব মানা মানে কি শুধু এক ব্যক্তিকে মানা
- পেশাবের পর ঢিলা ব্যবহার ও তা নিয়ে হাটাহাটি করা
- নামায আদায় করা অবস্থায় দাঁতের গোঁড়া দিয়ে রক্ত বের হলে
- স্ত্রী, দুই মেয়ে, আপন দুই বোন এবং বোনের সন্তানরা ও বড় ভাইয়ের সন্তানদের মাঝে মিরাস বন্টন
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- ফাসিকের ইমামতী