
প্রশ্ন
আমি মান্নত করেছি যে, দাখিল পরীক্ষায় এ প্লাস পেলে একদিন ইতিকাফ করব। পরে আল্লাহর রহমতে আমি এ প্লাস পেয়েছি। এখন জানতে চাই, ঐ একদিনের ইতিকাফের জন্য কি রোযাও রাখতে হবে? জানালে উপকৃত হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ। মান্নতের ইতিকাফটি নফল রোযাসহ আদায় করতে হবে। আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, হযরত উমর রা. জিয়িররানা-দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি ইতিপূর্বে একদিনের ইতিকাফের মান্নত করেছিলাম। এখন তা পুরা করতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রোযাসহ ইতিকাফ আদায়ের নির্দেশ দিলেন। (সুনানে কুবরা, বায়হাকী ৪/৭৭৩; মুসতাদরাকে হাকেম ২/৮১; মুসান্নাফ আবদুর রাযযাক ৪/৩৫২) হযরত আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রোযা ছাড়া ইতিকাফ নেই।’
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে আবু দাউদ, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৩৫
- মুসতাদরাকে হাকিম, খন্ড: ২, পৃষ্ঠা: ৮১
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২১১
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৮৩
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ৩০০
আনুষঙ্গিক ফতোয়া
- একাধিক রোজা রাখার মান্নত আদায়ের নিয়ম
- অসুস্থতার কারণে রোজা না রেখে এতেকাফে বসা
- মান্নতের ইতিবৃত্তান্ত
- রমজানের শেষ দশকে এতেকাফ অবস্থায় রোজা ভাঙলে করণীয়
- ইতিকাফ অবস্থায় জানাযার জন্য মসজিদ থেকে বের হওয়া
- রমজানে ওষুধ সেবনের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ রাখলে রোজা রাখার হুকুম
- অনির্দিষ্ট মান্নত আদায়ের নিয়ম
- ইতিকাফ অবস্থায় জানাযার নামাজ পড়লে ইতিকাফ নষ্ট হবে কি না