
প্রশ্ন
জনৈক গরিব ব্যক্তি মান্নত করেছে যে, আমি একটি পশু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানী করব এবং সে কুরবানী করার জন্য একটি গাভী ক্রয় করে। কিন্তু কোনো কারণে সে তা ঐ বছর কুরবানী করতে পারেনি; বরং তা তার কাছেই রয়ে যায় এবং পরবর্তীতে তা থেকে কয়েকটি বাচ্চা হয় এবং সেগুলো বড় হয়ে যায়। আমার প্রশ্ন হল, উল্লেখিত অবস্থায় তার করণীয় কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির উপর ক্রয়কৃত ঐ গাভিটি এবং তার বাচ্চাগুলো জীবিত সদকা করে দেওয়া ওয়াজিব।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহু মুখতাসারিত তহাবী, খন্ড: ৭, পৃষ্ঠা: ৩৪২
- হেদায়া, ফাতহুল কাদীর, খন্ড: ৮, পৃষ্ঠা: ৪৩২
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৮, পৃষ্ঠা: ৪৭১
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১৭, পৃষ্ঠা: ৪৪৩
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩০১
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩২২