
প্রশ্ন
আমরা জানি, কোনো ব্যক্তি একাকী ফরয নামায আদায়কালে অন্য কেউ তার ইকতিদা করতে পারে। কিন্তু প্রশ্ন হল, জামাত শেষ হওয়ার পর কোনো মাসবুকের পেছনে ইকতিদা করা সহীহ হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না, মাসবুকের পেছনে ইকতিদা করা জায়েয নয়। অতএব তার ইকতিদা করলে ইকতিদাকারীর নামায সহীহ হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- ছদহুল হামামা ফি শুরূতিল ইমামাহ, শায়খ আবদুল গনী নাবুলুসী, পৃষ্ঠা: ৯২
- শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৪৬৮
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৬১
আনুষঙ্গিক ফতোয়া
- আহলে হাদীস, লা-মাযহাবী ইমামের পিছনে ইক্তিদা
- ঘরে তারাবীহের জামা‘আতে মহিলাদের অংশগ্রহন
- গান বাজনাকারী ইমামের পিছনে ইক্তিদা
- ব্যান্ডেজের উপর মাসাহ করা ব্যক্তির পেছনে সুস্থ ব্যক্তির নামায
- একাকী নামায আদায়কারীর পিছনে ইকতিদা
- একাকী নামায আদায়কারী ব্যক্তির পেছনে এসে কেউ ইক্তিদা করলে করনীয়
- গর্হিত আকিদা পোষণকারীর পিছণে ইক্তিদা
- নামাজের পর মুসল্লিদের দিকে মুখ করে বসা