
প্রশ্ন
আমার এক চাচাতো বোন বলেছে যে, ঘরে মাহরামের সামনে নাকি ওড়না পরতে হয় না। তার এ কথা কি ঠিক? মাহরামের সামনে কোন অঙ্গগুলো খোলা রাখা যায়?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মাহরাম পুরুষের জন্য মহিলার মাথা, চেহারা, হাত, গলদেশ ও হাঁটুর নিচের অংশ সতর নয়। তবে তাদের সামনেও যতটুকু সম্ভব আবৃত থাকাই উত্তম। বিশিষ্ট তাবেয়ী হাসান বসরী বলেছেন, ‘নিজ ভাইয়ের সামনেও নারীর ওড়না ছাড়া থাকা উচিত নয়।’ (মুসান্নাফ ইবনে আবী শাইবা ৯/৩৭৩) প্রখ্যাত তাবেয়ী আতা ইবনে আবী রাবাহ রাহ. বলেছেন, ‘মাহরাম পুরুষের সামনে মেয়েদের মাথা ঢেকে রাখাই আমার কাছে অধিক পছন্দনীয়। অবশ্য মাহরাম তা দেখে ফেললে গুনাহ হবে না।’
- والله اعلم باالصواب -
সুত্র
- প্রাগুক্ত, কিতাবুল আসল, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৮
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৯১
আনুষঙ্গিক ফতোয়া
- নামায অবস্থায় সতর খুলে যাওয়া
- নামাযরত অবস্থায় মহিলাদের সতর ঢেকে রাখা
- রমজানে হোটেল খোলা রাখা
- মহিলাদের জন্য গায়রে মাহরামের সাথে হজ্জে যাওয়া
- মাহরাম কাকে বলে মহিলাদের জন্য মাহরাম ছাড়া সফরের হুকুম কি
- মহিলাদের হজ্বের সফরের জন্য মাহরাম না থাকলে করণীয় কি
- গায়রে মাহরামের সাথে হজ্জের সফর করা
- পবিত্রতা ঈমানের অঙ্গ না পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ