
প্রশ্ন
আমার স্বামী অনেক বছর যাবৎ একটি রোগে আক্রান্ত হয়ে ঘরে অবস্থানরত। তিনি বড় কোনো আয়-উপার্জন করেন না। আমি একটি প্রাইমারি স্কুলে চাকরি করি এবং আমার উপার্জনেই সংসার চলে। আমার নিজের উপর যাকাত ও সদকায়ে ফিতর ওয়াজিব। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার স্বামী ও সন্তানদের পক্ষ থেকেও কি আমাকে সদকায়ে ফিতর আদায় করতে হবে? উল্লেখ্য, আমার স্বামী ও সন্তানদের এ পরিমাণ সম্পদ নেই যে, তাদের উপর যাকাত বা সদকায়ে ফিতর ওয়াজিব হয়।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না, স্বামী ও সন্তানদের সদকায়ে ফিতর আপনাকে আদায় করতে হবে না। স্বামীর উপর সদকায়ে ফিতর ওয়াজিব হোক বা না হোক স্ত্রীর জন্য তা আদায় করা আবশ্যক নয়। আর পিতার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হলে নাবালেগ সন্তানের ফিতরা পিতাকেই আদায় করতে হয়। সন্তানের মায়ের উপর এ দায়িত্ব বর্তায় না। উল্লেখ্য, মা সামর্থ্যবান হলেও সন্তানদের সদকায়ে ফিতর দেওয়া তার উপর ওয়াজিব হয় না।
- والله اعلم باالصواب -
সুত্র
- কিতাবুল আছল, খন্ড: ২, পৃষ্ঠা: ১৭৭
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯৩
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৬৩
- আল বাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৫২
আনুষঙ্গিক ফতোয়া
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- সন্তানের ফিতরার টাকা পিতার দিয়ে দেওয়া
- ভরণ-পোষণ দেওয়ার ভিত্তিতে কোনো এক সন্তানকে অধিকাংশ সম্পদ দেওয়া যাবে কিনা
- স্ত্রী, দুই মেয়ে, আপন দুই বোন এবং বোনের সন্তানরা ও বড় ভাইয়ের সন্তানদের মাঝে মিরাস বন্টন
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- কাফেরদের সন্তান নাবালেগ অবস্থায় মারা গেলে জান্নাতী নাকি জাহান্নামী?
- যাকাত ও সদকায়ে ফিতিরের টাকা আত্মীয়দের বা মসজিদ নির্মাণে প্রদান করার বিধান
- অবৈধ সন্তানের মিরাসে অংশীদারি