
প্রশ্ন
আমার এক আত্মীয়ের এক পালকপুত্র আছে। গ্রামের এক গরীব নারীর সন্তানকে নিয়ে পালকপুত্র বানিয়েছে। আমি জানতে চাই, পিতার ঔরসজাত সন্তানের মতো পালকপুত্রও কি পিতার মীরাস পাবে? শরীয়তের বিধান কী?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
পালকপুত্র ঔরসজাত সন্তানের মতো নয়। সে মীরাসের হকদার নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪৪৭
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৭৬২
আনুষঙ্গিক ফতোয়া
- দুধ সম্পর্কীয় আত্মীয়স্বজন মীরাসে অংশীদারিত্ব
- মীরাস বন্টন না হওয়া অবস্থায় কুরবানী পদ্ধতি
- এক সন্তানকে মৌখিকভাবে দিয়ে দেওয়া সম্পত্তি মিরাসে বন্টন
- মিরাসে পাওয়া সম্পদের উপর যাকাত
- মিরাস সম্পর্কিত বেশ কয়েকটি মাসআলা এবং বন্টনের মূলনীতি প্রসঙ্গে
- অবৈধ সন্তানের মিরাসে অংশীদারি
- মিরাসী সম্পদে মেয়েদের অংশ
- মিরাস বন্টনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির করণীয় কি