
প্রশ্ন
আমাদের এলাকার মসজিদের অনেক ফলজগাছ আছে এবং এগুলোতে প্রচুর ফল হয়। এখন প্রশ্ন হল, মুসল্লীদের জন্য বিনামূল্যে মসজিদের গাছের ফল খাওয়া বৈধ হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মসজিদের জায়গার গাছের ফলমূল মসজিদের সম্পদ। তাই মুসল্লী বা অন্য কারো জন্য বিনামূল্যে তা খাওয়া বৈধ হবে না। এ সকল ফল বিক্রি করে তার মূল্য মসজিদ ফান্ডে জমা দিতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলইসআফ, পৃষ্ঠা: ২২
- আলবাহরুর রায়েক, খন্ড: ৫, পৃষ্ঠা: ২০৪
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩১০
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৭৫
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪৩২