
প্রশ্ন
ক. মুসাফিরের জন্য জুমআর নামাযের হুকুম কী? অর্থাৎ বিষয়টি কি এমন যে, তার জন্য জুমআর নামায না পড়ে যোহর পড়ারও অনুমতি আছে, তবে জুমআ পড়লেও পড়তে পারবে, নাকি জুমআর নামায না পড়া তার জন্য বাধ্যতামূলক। খ. মুসাফির জুমআর ইমামত করতে পারবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ক. মুসাফিরের জন্য জুমআ পড়া ফরয নয়। সে যোহর বা জুমআ যে কোনোটি পড়তে পারে। খ. হ্যাঁ, মুসাফির জুমআর ইমামতিও করতে পারবে। এবং তার পিছনে মুকীমের ইক্তিদা সহীহ হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১৫৩
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ১৫১
আনুষঙ্গিক ফতোয়া
- মুসাফির ইমামের পিছনে মুকিমের অবশিষ্ট নামায আদায়
- জুমার সালাত দুইজনে আদায় করা যায় কি?
- মুসাফির ইমামের পিছনে মুকীম মুক্তাদির নামায
- জুমার খুতবার নামাজের আগে হওয়ার ঘটনা
- খুৎবা ছাড়া জুমার নামায আদায়
- বিশ্ব ইজতিমায় আগত মুসল্লিগণ সবাই কি মুসাফির
- মুসাফিরের পিছনে মুকিমের নামায
- বিশ্ব ইজতিমা বিষয়ে পাঁচটি অহেতুক অভিযোগের জবাব