
প্রশ্ন
মুসাফিরের পিছনে যদি মুকীম নামায পড়েন তাহলে অবশিষ্ট দুই রাকা‘আত নামাযে মুকীম ক্বিরাআত পড়বে কি-না? যদি পড়ে ফেলে তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যদি কোন মুসাফিরের পিছনে মুকীম ইক্তেদা করে তাহলে মুসাফির ইমাম উভয় দিকে সালাম ফিরানোর পর উক্ত মুকীম তার অবশিষ্ট দুই রাকা‘আত লাহেক বলে গণ্য হবে। সুতরাং উক্ত মুকীম তার অবশিষ্ট দুই রাকা‘আত নামায আদায় করার সময় কোন ক্বিরাআত পড়বে না এবং যদি কোন ভুল করে ফেলে তাহলে সিজদায়ে সাহু করতে হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ১২৯
আনুষঙ্গিক ফতোয়া
- মুসাফির ইমামের পিছনে মুকীম মুক্তাদির নামায
- মুসাফির ইমামের পিছনে মুকিমের অবশিষ্ট নামায আদায়
- চিল্লায় বের হলে মুসাফির না মুকিম থাকবে
- মুসাফিরের জুমার নামাজ এবং ইমামতি
- হজ্জে কসর নামায
- রেলগাড়ী বা পানির জাহাজে চাকুরীজীবির নামায
- চাকুরীস্থল থেকে নিজ বাড়ীতে গেলে জামা‘আতের সহিত কসর আদায়ের নিয়ম
- বিশ্ব ইজতিমায় আগত মুসল্লিগণ সবাই কি মুসাফির