
প্রশ্ন
কোনো মুসাফির যদি রমযানের রোযা রেখে দিনের বেলা ইচ্ছাকৃত তা ভেঙ্গে ফেলে তাহলে তার উপর কাযা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে, নাকি কাযা করলেই যথেষ্ট?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মুসাফিরকে ঐ রোযার কাযা করতে হবে। কাফফারা আদায় করতে হবে না। তবে বিনা ওজরে এভাবে রোযা ভেঙ্গে ফেলা অন্যায়। কেননা মুসাফিরের জন্য সফর অবস্থায় দিনের শুরু থেকেই রোযা না রাখার অনুমতি আছে। সুতরাং কোনো মুসাফির রোযা না রাখার ইচ্ছা করলে রোযা না রাখা অবস্থায় দিন শুরু করবে। কিন্তু যদি এই ছাড়ের উপর আমল না করে রোযা শুরু করে দেয় তবে বিনা ওজরে তার জন্য তা ভঙ্গ করা জায়েয নয়; বরং ঐ রোযা পুরো করা তার উপর জরুরি হয়ে যায়। এতদসত্ত্বেও কেউ যদি এ রোযা ভেঙ্গে ফেলে তবে এর কারণে তার উপর কাফফারা ওয়াজিব হবে না। পরবর্তীতে শুধু কাযা করে নিলেই চলবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসনাদে আবু হানীফা, পৃষ্ঠা: ১০৯
- মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৩২
- কিতাবুল আছল, খন্ড: ২, পৃষ্ঠা: ২০৬
- ফাতহুল কাদীর, খন্ড: ২, পৃষ্ঠা: ২৮৪
- সহীহ বুখারী, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬১
- সহীহ মুসলিম, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৫৫
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ৫০৬
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৪০
আনুষঙ্গিক ফতোয়া
- রোযা ভেঙ্গে ফেলার কসম করলে করণীয় কি
- ঋতুস্রাব হবে ভেবে রোজা ভেঙ্গে ফেলা
- রোজা অবস্থায় নেবুলাইজার ব্যবহার করা
- রোজা অবস্থায় ভুলবশত পানি পানের দ্বারা রোজা ভেঙ্গে গেছে ভেবে পানাহার করলে করণীয়
- কোন স্থান অতিক্রম করার ব্যক্তি মুসাফির হয় আর কখন মুসাফিরের হুকুম শেষ হয়
- কাযা রোজা কোনো শরয়ী কারণ ছাড়া ভেঙ্গে ফেললে করণীয়
- রোযা রেখে জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করলে স্বামী স্ত্রীর রোযার বিধান কী
- গর্ভবতী নারী রোযা ভেঙ্গে ফেললে পরবর্তীতে তার কতটি রোযা কাযা করতে হবে ফিদিয়া দিলে হবে কি