
প্রশ্ন
আমাদের নবীজী মুহাম্মাদ ﷺ কে যারা শ্রেষ্ঠ নবী মানে না, তাদের শর‘ঈ হুকুম কী?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নবী হিসাবে সমস্ত নবী আ. ই সমান। কিন্তু মর্যাদার দিক দিয়ে পরস্পরের মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ তা‘আলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ‘এই রাসূলগণ, তাহাদের মধ্যে কাউকে কারোর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি।’ আর ইজমা দ্বারা এ কথা প্রমাণিত যে, আমাদের নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মর্যাদার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ ছিলেন। অতএব, বিনা বাক্যব্যয়ে এ কথা মেনে নেয়া প্রত্যেক মুসলিমের দায়িত্ব। যদি কেউ শেষ নবীর শ্রেষ্ঠত্বকে অস্বীকার করে, তাহলে ইজমাকে অস্বীকার করার কারণে ফাসিক বলে গণ্য হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আততাফসীরুল কাবীর, খন্ড: ৬, পৃষ্ঠা: ১৭৪
- রদ্দুল মুহতার, খন্ড: ৪, পৃষ্ঠা: ২২৩
- শরহে মুসলিম নববী, খন্ড: ১৫, পৃষ্ঠা: ৩৫
- সূরা: বাকারা, আয়াত: ২৫৩
- সহীহ মুসলিম , হাদীস নম্বর: ২,২৭৮
আনুষঙ্গিক ফতোয়া
- নবী করীম ﷺ হাযির-নাযির কি না
- রাসূল ﷺ মাটির তৈরী না নূরের তৈরী
- এক মাযহাব মানা মানে কি শুধু এক ব্যক্তিকে মানা
- রোগ কি আসলেই ছোঁয়াচে?
- রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম-এর মেরাজ
- ইমাম আবু হানীফা রহঃ এর ইত্তিবা তথা অনুসরণ করা উত্তম নাকি মুহাম্মদ সাঃ এর অনুসরণ করা উত্তম
- ফতোয়ার প্রভাব
- ওলীগণ থেকে এত আশ্চর্য ঘটনা হল তাহলে নবীগণ আর সাহাবীগণ থেকে হল না কেন