
প্রশ্ন
ইমাম সাহেব তার নিজ মসজিদের মুআযযিনকে দিয়ে টিউশনী করান এবং টিউশনী দ্বারা উপার্জিত অর্থ ইমাম সাহেব একাই গ্রহণ করেন। উক্ত ইমাম সাহেবের এ কাজ শরী‘আত সম্মত হবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইমাম সাহেব ও মুআযযিন সাহেবের লেন-দেন তাদের পারস্পরিক কোন চুক্তির ভিত্তিতে কি-না? তা না জেনে এ ব্যাপারে আপত্তি করা সমীচীন হবে না; বরং অন্যায় হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- মিশকাত শরীফ, খন্ড: ২, পৃষ্ঠা: ৪১৩
- ফাতাওয়ায়ে আলমগীরী, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩২১