
প্রশ্ন
আমাদের এলাকায় মৃতকে কবরে চিৎ করে শোয়ানো হয় এবং শুধু মুখ কেবলার দিকে করে দেওয়া হয়। এ পদ্ধতিটি কি ঠিক? নাকি ডান দিকে কাত করে শোয়াতে হবে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মৃতকে চিৎ করে কবরে রাখা সুন্নত নিয়ম নয়। বরং ডান কাত করে সীনা কেবলামুখী করে শোয়ানোই সুন্নত। আর এভাবে শোয়ানোর জন্য এমনভাবে কবর বানানো উচিত, যেন লাশ রাখার পর তা সহজেই কেবলার দিকে কাত হয়ে যায়।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৯৩
- আলইখতিয়ার, খন্ড: ১, পৃষ্ঠা: ৩১৯
- ফাতহুল কাদীর, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৭
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৩
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ২৩৫
- আলমুগনী, ইবনে কুদামা, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪২৮
- আহকামে মাইয়্যেত, পৃষ্ঠা: ২৪২
আনুষঙ্গিক ফতোয়া
- মৃত্যুর মুখে পতিত বক্তিকে কিভাবে শোয়াবে
- দাফন করার সুন্নাত তরীকা
- সূরায়ে সোয়াদ-এ সিজদাহ
- মৃতের জন্য কুরআন খতম দিয়ে বিনিময় গ্রহন
- ছেলে থাকা অবস্থায় মৃতের ভাই-বোনের মেয়েরা কি সম্পদের ভাগ পাবে
- কবরের নিকট কুরআন মজিদ তেলোয়াত
- মৃতের জন্য সত্তর হাজার বার কালেমা তাইয়্যেবা পাঠ
- মৃত ব্যক্তির পেনশন ও সমুদয় সম্পদ স্ত্রী সন্তান ও ভাইদের মাঝে বন্টন করা প্রসঙ্গে