
প্রশ্ন
অনেক দেখা যায়, মেয়েলোক মারা গেলে, তাদের চোখে বা কপালে সুরমা লাগিয়ে দেয়া হয় এবং সুরমা দিয়ে যোগ চিহ্ন দেয়া হয়। শরী‘আতের দৃষ্টিতে এর হুকুম কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মৃত ব্যক্তির চোখে সুরমা লাগানো বা কপালে সুরমা দিয়ে যোগ চিহ্ন দেয়া কোনাটাই প্রমাণিত নয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কাজ। তবে মৃত ব্যক্তি চাই পুরুষ হোক বা মহিলা হোক, উভয়ের চুলে বা দাড়িতে এবং নামাযের মধ্যে যে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহৃত হয়, যেমন- নাক, কপাল, হাটু ইত্যাদিতে কর্পূর লাগানোর হুকুম রয়েছে। সুরমা ইত্যাদি লাগানোর কোন প্রমাণ পাওয়া যায় না। কাজেই সুরমা লাগানো বা যোগ চিহ্ন দেয়া ঠিক হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- হিদায়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৭৯
- ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ৫, পৃষ্ঠা: ২৪৮
আনুষঙ্গিক ফতোয়া
- ইমামের জন্য দাঁড়িতে খেজাব লাগানো
- মৃত ব্যক্তির নামে কুরবানী দিলে উক্ত গোস্ত আত্মীয়রা খেতে পারবে কি
- জানাযার নামাযের পর মৃত ব্যক্তির লাশ দেখানো
- রোযা অবস্থায় চোখে ওষুধ লাগানো
- নামাযরত অবস্থায় লিখিত বস্তু পড়া
- নামাযী ব্যক্তির দিকে মুখ করে বসা
- চোখ বন্ধ করে নামায পড়ার হুকুম
- মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর চার কোণে গাছের ডাল গেড়ে দেওয়া