
প্রশ্ন
আমার একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করার দুই দিন পর ইন্তিকাল করেছে। তার আকীকা করিনি। কেউ কেউ আকীকা করার পরামর্শ দিচ্ছে। প্রশ্ন হল, এই সন্তানেরও কি আকীকা করা সুন্নত?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ঐ সন্তানের পক্ষ থেকে আকীকা করা লাগবে না। কারণ সন্তানের বয়স ৭ দিন পূর্ণ হলে আকীকার সময় হয়। এর আগে নয়। অবশ্য অভিভাবক চাইলে এমন সন্তানেরও আকীকা করতে পারেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- জামে তিরমিযী, খন্ড: ১, পৃষ্ঠা: ২৭৮
- আলইসতিযকার, খন্ড: ১৫, পৃষ্ঠা: ৩৭৫
- ফাতহুল বারী, খন্ড: ৯, পৃষ্ঠা: ৫০৯
- তুহফাতুল আহওয়াযী, খন্ড: ৫, পৃষ্ঠা: ৯৭
- ইরশাদুস সারী, খন্ড: ১২, পৃষ্ঠা: ২২৫
আনুষঙ্গিক ফতোয়া
- মৃত বাচ্চার আক্বীকা দেয়া
- মৃত ব্যক্তির নামে আকীকা করা ও আকীকা বিষয়ে জরুরী জ্ঞাতব্য!
- সন্তান ভূমিষ্ট হওয়ার পরের রূসম-রেওয়াজ
- সুস্থ্য হলে আকিকা করবে বলার দ্বারা মান্নত হয় কি
- আকীকার হুকুম, সময় ও বাচ্চা ভূমিষ্ট হওয়ার পর করণীয়
- মৃত ব্যক্তির পেনশন ও সমুদয় সম্পদ স্ত্রী সন্তান ও ভাইদের মাঝে বন্টন করা প্রসঙ্গে
- কুরবানীর পশুর সাথে কিংবা সতন্ত্রভাবে আকীকা
- কুরবানীর দিন আকিকা দেওয়া