
প্রশ্ন
আমাদের এলাকায় এক ছেলে এ শর্তে বিয়ে করেছে যে, মেয়ে পক্ষ তাকে বিদেশ পাঠাবে। বিবাহের মধ্যে এ ধরনের শর্ত করা কি জায়েয?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না। এ ধরনের শর্ত করা জায়েয নয়। কেননা, মেয়ে বা মেয়েপক্ষ থেকে শর্ত করে বা চাপ প্রয়োগ করে কোনো অর্থ, সম্পদ বা সেবা গ্রহণ করা সম্পূর্ণ হারাম। এটা পরিষ্কার ঘুষ। আর সহীহ হাদীসে আছে, আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও ঘুষগ্রহিতা উভয়ের প্রতি অভিশাপ করেছেন।’ সুতরাং আকদের সময় এ ধরনের শর্ত করা হলেও তা বাতিল ও অগ্রহণযোগ্য। আর এই শর্তের সুবাদে স্ত্রীর পক্ষ থেকে কোনো কিছু নেওয়া হলে তা ফেরত দেওয়া অপরিহার্য।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলফাতাওয়াল খাইরিয়্যাহ, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৮
- রদ্দুল মুহতার, খন্ড: ৫, পৃষ্ঠা: ৭০১
- আলবাহরুর রায়েক, খন্ড: ৬, পৃষ্ঠা: ২৬২
- সুনানে আবু দাউদ, খন্ড: ৪, পৃষ্ঠা: ২১০
- জামে তিরমিযী, খন্ড: ১, পৃষ্ঠা: ১৫৯
- ইবনে মাজাহ, খন্ড: ২, পৃষ্ঠা: ৩২৩
- সুনানে বায়হাকী, খন্ড: ১০, পৃষ্ঠা: ২৬৫
- মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: ৮, পৃষ্ঠা: ১৪৮
আনুষঙ্গিক ফতোয়া
- বিবাহিত মেয়েকে বিবাহে থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে দেয়ার হুকুম
- পিতা না থাকা অবস্থায় মা তার নাবালেগ মেয়েকে বিবাহ দিলে বিবাহ সম্পন্ন হবে কি
- স্ত্রীর আগের ঘরের মেয়ের মেয়েকে বিবাহ করা
- সহবাস ছাড়া তালাক দিলে মোহর কতটুকু
- ব্যক্তির ইসলাম গ্রহণ এবং বিবাহ
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- শর্ত সাপেক্ষে তালাক দিলে কয় তালাক পতিত হয় সেই শর্ত উঠিয়ে নেয়া যায় কি না
- প্রস্তাবের ভিন্ন পর্যায়ে কবুল বলা