
প্রশ্ন
লোকমুখে শোনা যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন তখন হযরত জিবরাঈল আ. এই বলে সামনে অগ্রসর হতে অক্ষমতা প্রকাশ করেন যে, আমি আর এক কদম অথবা আর এক চুল পরিমাণ অগ্রসর হলে আমার ডানাসমূহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে-একথা সহীহ কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
একথা ভিত্তিহীন। প্রখ্যাত মুহাদ্দিস আবদুল্লাহ ইবনে সিদ্দীক আলগুমারী রাহ. বলেন, ‘‘এরূপ ধারণা করা নিকৃষ্টতম বাড়াবাড়ি যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন তখন জিবরাঈল আ. পিছনে সরে গেলেন এবং বললেন, যদি আমি আর এক পা অগ্রসর হই তাহলে জ্বলে যাব। এটি একটি মিথ্যা ও বাজে কথা। বস্তুত সে রাতে জিবরাঈল আ. এক মুহূর্তের জন্যও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গ ত্যাগ করেননি। সিদরাতুল মুনতাহা এবং অন্যান্য স্থানেও তিনি তাঁর সাথেই ছিলেন। শরহুল মাওয়াহেবে এই বর্ণনা সম্পর্কে বলা হয়েছে যে, এগুলো নিঃসন্দেহে মিথ্যা।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহুল মাওয়াহিব, খন্ড: ৮, পৃষ্ঠা: ২০০
আনুষঙ্গিক ফতোয়া
- রাসূল সাঃ এর মেরাজ কি স্বপ্নযোগে হয়েছিল না স্বশরীরে জাগ্রত অবস্থায়
- রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম-এর মেরাজ
- শবে মেরাজ পালন করা
- চার ফেরেশতার নামের প্রমাণাদি
- মেরাজে আল্লাহ তা'য়ালার দর্শন
- 'সম্পূর্ণ মেরামতে পারিশ্রমিক' চুক্তির পর সম্পূর্ণ মেরামত করতে না পারলে
- তাশাহুদ প্রসঙ্গে নূরুল ইসলাম ওলীপুরী সম্পর্কে অপবাদের জবাব
- সামনে চুল বড় রেখে কাটার হুকুম