
প্রশ্ন
মেয়েরা ঘরের নিভৃতে যেখানে কোন গাইরে মাহরাম পুরুষ পৌঁছতে পারে না, সেখানে রাতে নফল নামাযে কিরা‘আতে গুণগণ আওয়াজে পড়তে পারবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এতটুকু গুণগুণ করে যদি পড়ে যে, শুধু তার কানে আওয়াজ পৌঁছে বা এক দেড় হাত দূর পর্যন্ত আওয়াজ যায় তাহলে তা জায়িয আছে। এর চেয়ে বেশী জোরে আওয়াজে যদি হয় যাতে ২/৩ হাত দূরের লোকেরা পড়ার আওয়াজ বুঝতে পারে তাহলে নামায ফাসিদ হয়ে যাবে। কেননা, মেয়েরা ফরজ, নফল সব ধরনের নামাযে কিরা‘আত আস্তে পড়বে। আর আস্তে কিরা‘আত পড়ার পরিমাণ হল- সে নিজ কানে শুনবে। পার্শ্ববর্তী কেউ থাকলে সেও শুনতে পারবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- মাআরিফুস সুনান, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৪২
- আদদুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৩৮
- দারুর উলূম, খন্ড: ২, পৃষ্ঠা: ২১৯
- আহকামুল কুরআন(থানভী), খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৩৫
আনুষঙ্গিক ফতোয়া
- একাকী ব্যক্তি কিরা‘আত জোরে না আস্তে পড়বে
- নামাজের জোরে কেরাত এর জায়গায় আস্তে এবং আস্তে কেরাতের জায়গায় জোরে কেরাত পড়া
- নামাজে কোরআন দেখে দেখে পড়া যাবে কি না
- নামাযে কুরআন তিলাওয়াতে আজেবাজে চিন্তা আসলে করণীয়
- তারাবীহ নামাযে কুরআন শরিফ দেখে পড়া, ৪ রাকা‘আত পরপর প্রচলিত দু‘আ পড়া
- ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যায় কি না
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- নিঃশব্দ কিরা‘আতের স্থলে স্বশব্দে আর স্বশব্দের স্থলে নিঃশব্দে কিরা‘আত পড়া