বিবিধ Fatwa Cover

যমযমের পানি পান করা

ইসলামী জিন্দেগীবিবিধ


প্রশ্ন

যে কোন খাদ্য-দ্রব্য বা পানীয় বসে খাওয়া আদব। কিন্তু যমযম কূপের পানি দাঁড়িয়ে পান করতে হয়? আর এ পানি পান করার সময় কি দু‘আ পড়তে হয়?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সব ধরনের খাদ্য-দ্রব্য ও পানীয় বসে খাওয়া সুন্নাত। আর যমযম কূপের পানি দাঁড়িয়ে পান করলে কোন গুনাহ হবে না। তবে আদবের খেলাফ হবে। কেননা, এটা পৃথিবীর সবচেয়ে পবিত্র ও বরকতময় পানি। এ পানি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করা নবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তা’লীম দিয়ে গেছেন। সুতরাং এট মুস্তাহাব। মোদ্দাকথা, যে আমল নবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে প্রমাণিত আছে, সেটা সেভাবে করাই সুন্নাত। সেখানে আমাদের বিবেক বিবেচনা অর্থহীন। যমযমের পানি পান করার সময় এ দু‘আ পড়া সুন্নাতঃ اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ عِلْمًا نَافِعًا وَّرِزْقًا وَّاسِعًا وَّشِفَاءً مِّنْ كُلِّ دَاءٍ. .

- والله اعلم باالصواب -

সুত্র

  • কিফায়াতুল মুফতী, খন্ড: , পৃষ্ঠা: ১০৯
  • مصنف عبد الرزاق, হাদীস নম্বর: ৯,১১২
  • والدار قطني, হাদীস নম্বর: ২৩৭