
যাকাতের টাকা থেকে দান করা কাপড় আর্থিকভাবে স্বচ্ছল ছাত্ররা নিতে পারবে কিনা
মাসিক আল কাউসার•মসজিদ-মাদ্রাসার বিধান•
প্রশ্ন
আমাদের মাদরাসার প্রতিষ্ঠাতা প্রতি বছর সকল ছাত্রদেরকে এক সেট করে কাপড় দিয়ে থাকে। এ বাবদ যত টাকা ব্যয় হয় তার পুরোটা যাকাত ফাণ্ড থেকে বহন করা হয়। জানতে চাই যেসব ছাত্র আর্থিকভাবে স্বচ্ছল তারা কি সে কাপড় গ্রহণ করতে পারবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যাকাত গরীব-মিসকীনদের হক। এমন গরীব, যার কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ নেই আর অপ্রাপ্ত বয়ষ্ক হলে সে নিজে অথবা তার অভিভাবক মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক না হয় তাহলে যাকাত গ্রহণ করতে পারে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মাদরাসার যেসব ছাত্র ব্যক্তিগতভাবে নেসাব পরিমাণ সম্পদের মালিক কিংবা যেসব নাবালেগের পিতা নেসাব পরিমাণ সম্পদের মালিক তাদের জন্য উক্ত কাপড় গ্রহণ করা জায়েয হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- আহকামুল কুরআন, জাসসাস, খন্ড: ৩, পৃষ্ঠা: ১২৮
- তাফসীরে কুরতুবী, খন্ড: ৮, পৃষ্ঠা: ১৬৭
- সহীহ বুখারী, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮৭
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ২১২
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ২৭২
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৪২
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৪৯
- সূরা: তওবা, আয়াত: ৬
আনুষঙ্গিক ফতোয়া
- ঋণের টাকা যাকাতের নিয়তে মাফ করে দেওয়া
- নিত্য পণ্য, টাকা, ডিপিএস, সুদী টাকার উপর যাকাত
- যাকাতের নেসাব ও তার পরিমাণ
- গোরাবা ফান্ডে যাকাত প্রদান ও যাকাত উসূলকারীদের পারিশ্রমিক
- কওমী মাদরাসায় যাকাত প্রদান করলে যাকাত আদায় হয় না
- যাকাতের টাকায় কিতাব কিনে মসজিদ-মাদ্রাসায় দেওয়া
- ব্যবহৃত পানির ছিটা পাত্রের অব্যবহৃত পানিতে পড়লে তার হুকুম
- বছরের মাঝে নেসাব থেকে টাকা কমে গেলে যাকাত আবশ্যক থাকে না