
যে ব্যক্তি প্রতিদিন কালেমা তাইয়েবা ১০০ বার পাঠ করবে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠানো হবে” এটা কি হাদীসের বাণী
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•আকীদা•
প্রশ্ন
প্রশ্ন : তাবলীগ জামাতী ভাইদের নীচের কথাটি কি দলিল ভিত্তিক? নাকি মনগড়া জানালে খ্বুই উপকৃত হব। উত্তর যথা সম্ভব দ্রুত দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো- যে ব্যক্তি প্রতিদিন কালেমা তাইয়েবা ১০০ বার পাঠ করবে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাদের ন্যায় উজ্জ্বল করে উঠানো হবে।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, একথাটি দলীলভিত্তিক। এটি কোন মনগড়া কথা নয়। বরং হাদীসের বাণী। عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَا مِنْ عَبْدٍ يَقُولُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ, مِائَةَ مَرَّةٍ إِلَّا بَعَثَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَوَجْهُهُ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ হযরত আবূ দারদা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি “লা-ইলাহা ইল্লাল্লাহ” একশত বার পাঠ করে, তাহলে কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমা চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠানো হবে। মুসনাদুশ শামীন, হাদীস নং-৯৯৪, জামেউল মাসানীদ, হাদীস নং-১২১১৯, কানযুল উম্মাল, হাদীস নং-১৭৯ মাযমাউজ যাওয়ায়েদ, হাদীস নং-১৬৮৩০
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- মৃতের জন্য সত্তর হাজার বার কালেমা তাইয়্যেবা পাঠ
- কিয়ামত কবে সংঘটিত হবে?
- পর্দার বিধান ও চেহারা ঢেকে রাখা
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- নামাযে মহিলারা কতটুকু হাত উঠাবে ও বৈঠক কিভাবে করবে
- বাম হাতে পানি পান করা
- ইহরাম অবস্থায় হাত, পা ও চেহারা চাদর দিয়ে ঢেকে ঘুমানো
- মুসাফাহা কয় হাতে করবে এক হাতে না দুই হাতে