
যে ব্যক্তি যিকির করতে করতে নিজ জিহবা তরতাজা রাখবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে” এ বক্তব্যটি হাদীস কি না
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•বিবিধ•
প্রশ্ন
যে ব্যক্তি যিকির করতে করতে নিজ জিহবা তরতাজা রাখবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। এ বক্তব্যটি হাদীস কি না? এ ব্যাপারে আপনাদের মতামত কামনা করছি।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জিকিরকারী ব্যক্তি জান্নাতে উচু মাকাম পাবে মর্মে অনেক হাদীস বর্ণিত। কিন্তু জিকির করে জিহবা তরোতাজা রাখলে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে মর্মে অনেক খুঁজেও নিজের অজ্ঞতার কারণে কোন হাদীস পাইনি। আমার কম ইলমের কারণে কোন কিছু না পাওয়া মানে সেটির অস্তিত্ব নেই এমন বোকামীসূলভ কথা আমি বলছি না। তাই আমাদের দেশে আল্লাহর রহমাতে অনেক হাদীস বিশারদ রয়েছেন। তাদের কারো কাছ থেকে এ বিষয়ে তাহকীক করিযে নিলে ভাল হবে। বাকি আমার পরামর্শ হল, যতক্ষণ না এর সঠিক সুত্র জানা যাবে, ততক্ষণ এ হাদীসটি বর্ণনা করা ঠিক হবে না। বরং শায়েখ জাকারিয়া রহঃ ফাজায়েলে আমলে যেসব হাদীস লিখেছেন এবং ইউসুফ কান্ধলবী রহঃ মুন্তাখাব হাদীসে যেসব হাদীস লিখেছেন সেসব হাদীস বর্ণনার করেছেন সেসবই বয়ানের সময় বলাটাই নিরাপদ পদ্ধতি।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- হাঁচি ও হাই আসলে করণীয় কি
- মুসাফাহা কয় হাতে করবে এক হাতে না দুই হাতে
- বুখারীতে বুকের উপর হাত বাঁধার কোন দলীল
- ইমাম বুখারী মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদীস বলেননি বুকের উপর হাত বাঁধার দলীল বিষয়ে কথিত আহলে হাদীসদের ধোঁকাবাজী উন্মোচন
- নামাযে হাই এলে করনীয়
- বুকের উপর হাত বাঁধা
- জান্নাতে উম্মুল মুমিনীন হযরত খাদীজা রা.-এর ঘর
- নামাযে হাত বাঁধা