
প্রশ্ন
এক ব্যক্তি আমাকে গেঞ্জি তৈরির অর্ডার দিয়েছে। তার সাথে আমার যেভাবে চুক্তি হয়েছে হিসাব করে দেখি যে, প্রতি গেঞ্জিতে (আনুমানিক) আমার খরচ হবে ১৫০/- টাকা আর আমার লাভ হবে ৩/- টাকা। কিন্তু আমার কাছে প্রতি গেঞ্জির জন্য ১০০/- টাকা করে আছে। এ কারণে আরেক ব্যক্তির সাথে এভাবে চুক্তি করেছি যে, সে আমার এ কাজে প্রতি গেঞ্জির জন্য ৫০/- টাকা করে বিনিয়োগ করবে। প্রতি গেঞ্জিতে যেহেতু লাভ ৩/- টাকা। তাই তাকে আমি ১/- টাকা করে দিব। অর্থাৎ সে প্রতি ৫০/- টাকায় ১/- টাকা পাবে। জানার বিষয় হল বিনিয়োগকারীর সাথে ৩/- টাকা লাভ থেকে ১/- টাকা নির্ধারিত হিসাবে দেওয়ার চুক্তি সহীহ হয়েছে কি না? যদি জায়েয না হয় তাহলে শতকরা হারে লাভ দেওয়ার শর্তে চুক্তি করা জায়েয হবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে বিনিয়োগকারীকে প্রতি গেঞ্জি বাবদ ১/- টাকা করে দেওয়ার শর্ত করা সহীহ হয়নি। যৌথ মূলধনী কারবারে কোনো পক্ষকে নির্ধারিত অংকে লাভ দেওয়ার চুক্তি করা নাজায়েয। এটা সুদী কারবারের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে বৈধ উপায়ে করতে চাইলে উভয়ের জন্য শতকরা হারে লভ্যাংশ ধার্য করতে হবে। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে লাভের এক-তৃতীয়াংশ দেওয়ার চুক্তি করা যেতে পারে।
- والله اعلم باالصواب -
সুত্র
- হেদায়া (ফাতহুল কাদীর), খন্ড: ৫, পৃষ্ঠা: ৪০২
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৫, পৃষ্ঠা: ৭৭
- আলমাআইরুশ শারঈয়্যাহ, পৃষ্ঠা: ২১০
- আলবাহরুর রায়েক, খন্ড: ৫, পৃষ্ঠা: ১৭৪
- রদ্দুল মুহতার, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩১২
আনুষঙ্গিক ফতোয়া
- মুনাফা নির্ধারণ করে অর্থ বিনিয়োগ
- ব্যবসায় বিনিয়োগ ও মুনাফা গ্রহণ
- ব্যবসায় বিনিয়োগ করার সহীহ উপায়
- মুদারাবা চুক্তিতে ব্যবসার সফরের খরচ
- একজনের দোকান ও অন্যের মেশিন মিলে যৌথ মূলধনী কারবার
- ঋণ গ্রহীতার কাছে রক্ষিত টাকা তাকে ব্যবসার পুঁজি হিসেবে দেওয়া
- তাকদীর কি নির্ধারিত
- ভাড়া নির্ধারণ করে বাসে ওঠার পর পথিমধ্যে বাস থেকে নেমে গেলে