
প্রশ্ন
জনৈক অসুস্থ মাযূর ব্যক্তি যিনি রোযা রাখতে পারেন না তিনি তার রোযার ফিদয়া পুরা রমযানেরটা এক সাথে রমযানের শুরুতেই আদায় করে দিতে পারবেন কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, রমযানের শুরুতেই পুরা রমযানের ফিদইয়া একত্রে আদায় করে দিতে পারবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৮৭
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২০৭
- হাশিয়া তাহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ৩৭৬
- হাশিয়া তাহতাবী আলাদ্দুর, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৬৫
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৪২৭
আনুষঙ্গিক ফতোয়া
- অসুস্থ্য ব্যক্তি রোযার মাসের শুরুতেই পুরো মাসের ফিদিয়া আদায় করে দিতে পারবে কি
- রমজানের পূর্বে সাদাকায়ে ফিতির আদায় করা
- রমজান মাসের ফজিলত
- কাযা নামাযের ফিদিয়া দেওয়ার নিয়ম
- রোযা রেখে কাফফারা আদায়ে সক্ষম হওয়া সত্বেও ফিদিয়া দেওয়া
- রোজা ও যাকাতের ফিদিয়া
- রমজানে তাহাজ্জুদের জামাত পড়ার হুকুম কী
- রমজান মাসে রোজা অবস্থায় মাসিক শুরু হলে করণীয়