
প্রশ্ন
মহিলারা যদি রমযান মাসে কোনো ওষুধ সেবনের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ রাখে তাহলে ওই দিনগুলোতে রোযা রাখতে পারবে কি না এবং এতে রোযার কোনো ক্ষতি হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
রমযান মাসে কোনো মহিলা ওষুধ সেবন করে স্রাব বন্ধ রাখলে তাকে রোযা রাখতে হবে। এ রোযাগুলো ত্রুটিযুক্ত হবে না; বরং পূর্ণ সহীহ বলেই গণ্য হবে। উল্লেখ্য, ঋতুস্রাব মহিলাদের একটি স্বাভাবিক বিষয়। তাই শরীয়ত এ অবস্থায় রোযা না রাখার হুকুম দিয়েছে এবং এর পরিবর্তে অন্য সময় রোযা রাখার নির্দেশ দিয়েছে। সুতরাং রমযানে স্রাববন্ধকারী ওষুধ ব্যবহার না করাই শ্রেয়। কারণ এতে শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে।
- والله اعلم باالصواب -
সুত্র
- জামিউ আহকামিন নিসা, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯৮
- ফাতাওয়া রহীমিয়া, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪০৪
আনুষঙ্গিক ফতোয়া
- রমজান মাসে হায়েজ শুরু হলে কী করবে ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে দিবে
- রামাযান মাসে ঔষধ সেবন করে হায়েজ বন্ধ রাখা
- রোজা অবস্থায় নেবুলাইজার ব্যবহার করা
- সফরের কারনে রোজা না রাখা
- রমজানে হোটেল খোলা রাখা
- ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে বা রক্ত বের করলে অজু ভেঙ্গে যাবে
- ঔষধ খেয়ে হায়েয বন্ধ রাখা
- রোযা অবস্থায় চোখে ওষুধ লাগানো