
প্রশ্ন
কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি বা অবমাননা মুলক কথা বলে, তবে তার জন্য শরীয়তের বিধান কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কোন লোক কটূক্তি বা অবমাননাকর কোন কথা বলে তাহলে তার ঈমান চলে যাবে এবং বিবাহিত হলে তার বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে। তাকে নতুন ভাবে কালিমা পড়ে তাওবা পড়তে হবে এবং বিবাহ পড়াতে হবে। গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে জন সম্মুখে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে।
- والله اعلم باالصواب -
সুত্র
- দুররে মুখতার, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৩১
- ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৫৩
- ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ১২, পৃষ্ঠা: ৩৬২
আনুষঙ্গিক ফতোয়া
- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি না নূরের?
- রাসূল সল্লাল্লাহু আলাইহি কি আল্লাহর নূরের তৈরী
- হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর জানাযার ইমামতি
- নামাযে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিরা‘আত
- নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখনো জীবিত?
- হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর দাফনে বিলম্ব
- ফজরের সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিরা‘আত
- রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘামের সুবাস