
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
রাকাত পাওয়ার জন্য ইমামের সাথে রুকুতে শরীক হওয়া আবশ্যক। ইমাম রুকু থেকে উঠে যাওয়ার পর, অর্থাৎ মাথা এবং হাঁটু থেকে হাত উঠে যাওয়ার পর রুকুতে গেলে রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে না। আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন- إِذَا أَدْرَكتَ الْإِمَامَ رَاكِعًا فَرَكَعْتَ قَبْلَ أَنْ يَرْفَعَ فَقَدْ أَدْرَكْتَ، وَإِنْ رَفَعَ قَبْلَ أَنْ تَرْكَعَ فَقَدْ فَاتَتْكَ. তুমি যদি ইমামকে রুকুতে পাও এবং ইমাম রুকু থেকে ওঠার আগে তুমিও রুকুতে চলে যাও তাহলে তুমি রাকাত পেয়েছ বলে গণ্য হবে। কিন্তু তুমি রুকুতে যাওয়ার আগেই যদি ইমাম রুকু থেকে উঠে যান তবে তুমি এই রাকাত পাওনি। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৩৩৬১) প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রথম অবস্থায় ইমাম সাহেব দাঁড়িয়ে যাওয়ার আগেই যেহেতু আপনি রুকুতে গিয়েছেন তাই আপনি দ্বিতীয় রাকাত পেয়েছেন বলে ধর্তব্য হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আপনার রুকুতে পৌঁছার আগেই যেহেতু ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন তাই আপনি উক্ত রাকাতটি পাননি। তবে ইমামের সাথে যথারীতি এই রাকাতের সিজদাগুলো আদায় করবেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ১১৯
- ফাতহুল কাদীর, খন্ড: ১, পৃষ্ঠা: ৪২০
- শরহুল মুনইয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩০৫
- আলমাবসূত, সারাখসী, খন্ড: ২, পৃষ্ঠা: ৯৪
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ৭৬
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১২০
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৬১
আনুষঙ্গিক ফতোয়া
- যাকাত পাওয়ার জন্য রুকুর ন্যূনতম সময়
- জামাতে শরিক হলেই ইমাম রুকু থেকে উঠে গেলে করণীয়
- নবাগত মুক্তাদী রুকূতে যাওয়ার সাথে সাথেই ইমাম রুকূ হতে উঠে গেলে
- ইমাম সাহেবকে রুকূতে পাওয়া গেলে
- ইমামের সাথে মাগরিব নামাজ এক রাকাত পাওয়ার পর ভুলে দ্বিতীয় রাকাতে না বসলে
- মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ইমাম সাহেব থেকে সিজদার আয়াত শোনা
- রুকুর তাকবীর না বলে রুকুতে চলে গেলে করণীয়
- বেতরের নামাজে মাসবুক হলে করণীয়