বিবিধ Fatwa Cover

রাতে ঘুমানোর সময় ডিম লাইট জালানো কি সুন্নতের খেলাফ

ফতোয়া আর্কাইভবিবিধ


প্রশ্ন

রাতে ঘুমানোর সময় ডিম লাইট জালিয়ে ঘুমানো কি সুন্নতের খেলাফ?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত। قال رسول الله صلى الل عليه وسلم : أَطْفِئُوا الْمَصَابِيحَ إِذَا رَقَدْتُمْ وَغَلِّقُوا الْأَبْوَابَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যখন ঘুমাবে তখন বাতি নিভিয়ে দেবে, দরজাগুলো বন্ধ করবে, মশকের মুখ বন্ধ করবে, খাদ্য ও পানীয় দ্রব্যাদি ঢেকে রাখবে। উপরোক্ত হাদিসের ভিত্তিতে আমাদের জন্য ঘুমানোর সময় ডিম লাইট জালানো সুন্নতের খেলাফ

- والله اعلم باالصواب -

সুত্র

  • সহীহ মুসলিম , পৃষ্ঠা: ২,০২১
  • সহীহ বোখারী শামেলা, পৃষ্ঠা: ৫,২১৩
  • সহীহ বোখারী ইসলামিক ফাউন্ডেশন , পৃষ্ঠা: ৫,১০৯

আনুষঙ্গিক তথ্য

: আব্দুর রহমান

ফতোয়া প্রদানের তারিখ: