
প্রশ্ন
মহিলাদের জন্য রামাযান মাসে রোযা পূর্ণ ত্রিশটা রাখার জন্য ঔষধ খেয়ে হায়েজ বন্ধ রাখা জায়িয হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রতি মাসে মহিলাদের যে ঋতুস্রাব হয়, তা শরীরের জন্য অত্যন্ত উপকারী ও জরুরী। কখনো কখনো রোগ বা অন্য কোন কারণবশতঃ যে নিয়মিত ঋতুস্রাব হয় না, তাতে দেহের পক্ষে মারাত্মক ক্ষতি সাধিত হয়। তদুপরি যদি কেউ ঔষধ খেয়ে হায়েজ বন্ধ রাখে, তবে তা হবে দেখে বিপদের দিকে পা বাড়ানো। আর এটা নিন্তান্ত নির্বুদ্ধিতার পরিচায়ক। সুতরাং তা অনুচিত। এতদসত্ত্বেও যদি কোন মহিলা এরুপ ঔষধ খেয়ে হায়েজ বন্ধ রেখে রোযা পূর্ণ করে, তাহলে তার রোযা সহীহ হবে। তবে স্বাভাবিক নিয়মের বিপরীত করার দরুন কাজটি ঠিক হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া রহীমিয়া, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪০৪
আনুষঙ্গিক ফতোয়া
- রমজানে ওষুধ সেবনের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ রাখলে রোজা রাখার হুকুম
- রমজান মাসে হায়েজ শুরু হলে কী করবে ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে দিবে
- ঔষধ খেয়ে হায়েয বন্ধ রাখা
- রামাযান মাসে সাহরীর জন্য মসজিদের মাইক দিয়ে ডাকাডাকি করা
- বিতরের নামাযে মাসবূক হলে করণীয়
- শাওয়ালের ছয় রোযায় কাযা রোযার নিয়্যত
- নামাযে চোখ বন্ধ করা
- রোযা অবস্থায় বীর্যপাত করা ব্যতীত সহবাসের হুকুম