
প্রশ্ন
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে যে অসুখে আক্রান্ত হয়েছিলেন তা কোন দিন শুরু হয়েছিল? সফর মাসের শেষ বুধবার তিনি আরোগ্য লাভ করেছিলেন-এ কথা কি ঠিক? সফর মাসের শেষ বুধবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছিলেন এক ব্যক্তি এমন বক্তব্য দিলে শ্রোতাদের মধ্য থেকে একজন আপত্তি করে। সঠিক বিষয়টি কী জানিয়ে বাধিত করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সফর মাসের শেষ বুধবার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোগ্য লাভ করেছিলেন-এ কথা ঠিক নয়; বরং সফর মাসের শেষ বুধবার তাঁর অসুস্থতা শুরু হয়েছিল এবং এই অসুখেই তিনি ইন্তেকাল করেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- আসসীরাতুন নববিয়্যাহ, ইমাম যাহাবী, পৃষ্ঠা: ৩৯৮
- সুবুলুল হুদা ওয়াররাশাদ, খন্ড: ১২, পৃষ্ঠা: ২৩৫
- ফাতহুল বারী, খন্ড: ৭, পৃষ্ঠা: ৭৩৫
- আলবিদায়া ওয়াননিহায়া, খন্ড: ৮, পৃষ্ঠা: ২৫
- আলকামেল ফিত-তারীখ, খন্ড: ২, পৃষ্ঠা: ৩১৭
আনুষঙ্গিক ফতোয়া
- রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম কর্তৃক সম্পন্ন হজ্জ
- রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম-এর মেরাজ
- কাবাঘর ও হাজরে আসওয়াদ
- রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘামের সুবাস
- নামাযে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিরা‘আত
- রাসূল সল্লাল্লাহু আলাইহি কি আল্লাহর নূরের তৈরী
- পাঞ্জাবির হাতার দৈর্ঘ্যের সুন্নত
- নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখনো জীবিত?