সিরাত ও ইতিহাস Fatwa Cover

রাসূল সল্লাল্লাহু আলাইহি কি আল্লাহর নূরের তৈরী

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসসিরাত ও ইতিহাস


প্রশ্ন

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর নূরের তৈরী


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

انا من نور الله، وكل شيئ من نورى আমি আল্লাহ তায়ালার নূরের (সৃষ্টি) আর আমার নূর থেকে সব কিছু (সৃষ্টি) এটি একটি জাল ও বানোয়াট বর্ণনা। মিথ্যুকরা এটি বানিয়েছে। এটি কোন হাদীস নয়। নিম্নোক্ত জারহ ও তাদীলের কিতাবে তা স্পষ্ট বলা হয়েছে- আল মুগীর আলাল আহাদীসিল মাওযুআতে ফির জামিয়িস সাগীর-৪, আত তালীকাতুল হাফেলা আলাল আজবিবাতিল ফাযেলা-১২৯, আল বুসীরী মাদেহুর রাসূলিল আযম-৭৫, মাযমুয়াতে ফাতওয়া ইবনে তাইমিয়া-১৮/৩৬৬-৩৬৭ আল আসারুল মারফুআ-৪৩ তাহকীকাতুন ওয়া আনযারুন ফিল কুরআনি ওয়াস সুন্নাহ-১৫১-১৫৬ আল আসারুল মারফুআ-৪৩ এ বিষয়ে বিস্তারিত উত্তর জানতে হলে পড়ুন- ১ নূরের আলোয় সুঁই পাওয়া হাদীসের তাহকীক এবং নূর দাবিদারদের অসাড় বক্তব্য ২ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরী? ৪ রাসূল সাঃ কি আল্লাহর নূরের তৈরী? ৫ রাসূল সাঃ এর নূর ও প্রথম সৃষ্টি বিষয়ক হাদীসের তাহকীক ৬ সূরা মায়িদার ১৫ নং আয়াত দ্বারা কি নবীজী নূরের তৈরী প্রমাণ হয়? ৭ নূর বিষয়ে আশরাফ আলী থানবী রহঃ এর উপর মিথ্যা অপবাদের জবাব

- والله اعلم باالصواب -