সিরাত ও ইতিহাস Fatwa Cover

রাসূল সাঃ কে স্বপ্নে দেখা ও দেওয়ানবাগীর স্বপ্নের তাবীর

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসসিরাত ও ইতিহাস


প্রশ্ন

নবীজী সাঃ কে যারা স্বপ্নে দেখেন, সবাই কি তার চেহারা মুবারকত এবং দৈহিক গঠন এক রকম দেখেন? আমি কিভাবে জানবো যে, আমি যাকে দেখলাম তিনি আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যারা রাসূল সাঃ এর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। তাই স্বপ্নে রাসূল সাঃ দৃষ্টিগোচর হয়েছে মনে হলে, বুঝতে হবে রাসূল সাঃ কেই দেখছে। অন্য কাউকে নয়। তবে কথা হল স্বপ্নে পরিদৃষ্ট রাসূল সাঃ এর আকৃতি ও অবস্থা সম্পর্কে। স্বপ্নে পরিদৃষ্ট আকৃতিও অবস্থান কি রাসূল সাঃ এর প্রকৃত আকৃতি ও অবস্থান? নাকি মিসালী তথা প্রতিচ্ছবিমূলক? ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, স্বপ্নযোগে পরিদৃষ্ট রাসূল সাঃ এর চেহারার আকৃতি ও অবস্থান রাসূল সাঃ এর প্রকৃত চেহারা ও অবস্থান নয়। বরং এটি মিসালী তথা প্রতিচ্ছবিমূলক। তাই স্বপ্নে রাসূল সাঃ এর আকৃতি ও অবস্থান দেখে একথা বলা যাবে না যে, স্বপ্নে যেমন দেখেছে হুবহু সেটাই রাসূল সাঃ এর আসল ও প্রকৃত চেহারা ও আকৃতি। বরং সেটি ছিল একটি প্রতিচ্ছবিমূলক আকৃতি। তাই একাধিক ব্যক্তি রাসূল সাঃ এর আকৃতি ও অবস্থান একাধিক ধরণের দেখবে এতে আশ্চর্য হওয়ার কিছু নয়। তবে যেহেতু শয়তান রাসূল সাঃ এর আকৃতি ধারণ করতে পারে না, তাই স্বপ্নে যদি ইয়াকিন হয় যে, পরিদৃষ্ট ব্যক্তি রাসূল সাঃ, তাহলে বিশ্বাস করে নিবে ব্যক্তি রাসূল সাঃ কেই দেখছে। তবে আকৃতিটা হুবহু রাসূল সাঃ এর হওয়া জরুরী নয়। আরেকটি বিষয় হল, স্বপ্নে রাসূল সাঃ কে তেমন দেখতে পাওয়া যায়, যেমন ব্যক্তির ঈমান ও আমলের অবস্থা হয়ে থাকে। যদি রাসূল সাঃ এর অবস্থা ভাল দেখে স্বপ্নে, তাহলে স্বপ্ন দেখাকারী ব্যক্তির ঈমান ও আমল ভাল হওয়ার দলীল এটা। আর যদি খারাপ অবস্থায় রাসূল সাঃ কে দেখে, তাহলে বুঝতে হবে যে দেখছে তার ঈমান বা আমলে সমস্যা আছে। যেমন দেওয়ানবাগী ভন্ড পীর স্বপ্নে দেখেছে যে, রাসূল সাঃ ময়লার ডাষ্টবিনে পড়ে আছেন (নাউজুবিল্লাহ)। (দেওয়ানবাগীর স্বরচিত গ্রন্থ “রাসূল স. সত্যিই কি গরীব ছিলেন?”, প্রকাশকালঃ জুন ১৯৯৯, পৃষ্ঠা ১১-১২) রাসূল সাঃ কে ময়লার ড্রেনে পড়ে থাকতে দেখার মানেই হল দেওয়ানবাগীর ঈমান ও আমলের অবস্থা এমন জঘন্য যে, ময়লার ড্রেনে পড়ে থাকার মত। তেমনি কেউ যদি রাসূল সাঃ কে সুন্দর অবয়বে দ্বীনী কাজ করতে দেখে, তাহলে বুঝতে হবে লোকটির ঈমানী কাজে আগ্রহ আছে। এক কথায় রাসূল সাঃ কে যে অবস্থায় পরিদৃষ্ট করবে স্বপ্নে, নিজের ঈমান ও আমলের হালাত তেমনি মনে করে নিবে। أن أبا هريرة قا: سمعت النبي صلى الله عليه و سلم يقول من رآني في المنام فسيراني في اليقظة ولا يتمثل الشيطان بي • হযতর আবূ হুরায়রা রাঃ বলেনঃ রাসূল সাঃ বলেছেনঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নযোগে দেখল, সে যেন আমাকে বাস্তবেই দেখল। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।

- والله اعلم باالصواب -

সুত্র

  • فتح الباري شرح صحيح البخاري, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৪১৫
  • مرقاة المفاتيح شرح مشكاة المصابيح, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৭
  • সহীহ বুখারী, হাদীস নম্বর: ৬,৫৯২
  • সহীহ মুসলিম, হাদীস নম্বর: ৬,০৫৬
  • সহীহ ইবনে হিব্বান, হাদীস নম্বর: ৬,০৫২
  • সুনানে আবু দাউদ, হাদীস নম্বর: ৫,০২৫
  • সুনানে দারেমী, হাদীস নম্বর: ২,১৩৯
  • সুনানে ইবনে মাজাহ, হাদীস নম্বর: ৩,৯০৫
  • সুনানে তিরমিজী, হাদীস নম্বর: ২,২৭৬