
প্রশ্ন
আমার অনেকগুলো রিকশা আছে। অনেকে দুই বেলার জন্য ভাড়া নেয় আবার অনেকে এক বেলার জন্য। আমি তাদেরকে নির্দিষ্ট টাকার বিনিময়ে ভাড়া দেই। দুই বেলা চালালে এত দিতে হবে আর এক বেলা চালালে এত দিতে হবে। জানিয়ে বাধিত করবেন যে, এই পন্থায় ভাড়া দেওয়া-নেওয়া এবং লাভবান হওয়া জায়েয আছে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, ঐভাবে রিক্সা ভাড়া দেওয়া-নেওয়া বৈধ হয়েছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪২৫
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৯
- আননুতাফ ফিলফাতাওয়া, পৃষ্ঠা: ৩৩৮
- আলবাহরুর রায়েক, খন্ড: ৮, পৃষ্ঠা: ১০২
- শরহুল মাজাল্লা খালিদ আতাসী, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৮৬
- রদ্দুল মুহতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ২৯
আনুষঙ্গিক ফতোয়া
- রিক্সা বা সি এন জি ভাড়া করে পরবর্তিতে অতিরিক্ত যাত্রী উঠানো
- রিক্সা ভাড়া দেওয়ার হুকুম
- কল্যানের কথা শিক্ষা করা বা শিক্ষা দেওয়া কী হজ্বের ন্যায়?
- একটি নদী দিয়ে আল্লাহ তায়া'লার পরীক্ষা
- বেপর্দা মহিলা ভিক্ষুককে ভিক্ষা দেয়া যাবে না
- যারা লোকদের ভাল কথা শিক্ষা দেয় তাদের উপর আল্লাহ তায়ালা তার ফেরেশতাগণ, আসমান-জমীনের সমস্ত মাখলুক এমনকি পিপড়া আপন গর্তে এবং পানিতে মাছ রহমতের দোয়া করতে থাকে
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- কুরআন শিক্ষার জন্য পর্দা লঙ্ঘণ করা জায়েজ কি