
প্রশ্ন
একটি সীরাত-গ্রন্থের শুরুর দিকে লেখা হয়েছে, ‘প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা হযরত রূকাইয়্যা রা. নিঃসন্তান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন।’ ঐ গ্রন্থেই শেষের দিকে লেখা হয়েছে, আবদুল্লাহ ইবনে উসমান নামে রূকাইয়্যা রা.-এর একজন পুত্রসন্তান ছিল। জানতে চাই, কোন তথ্যটি সঠিক?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত গ্রন্থের দ্বিতীয় বক্তব্যই সঠিক। প্রথম বক্তব্যটি লেখা হয়েছে একটি দুর্বল বর্ণনার ভিত্তিতে, যা ঠিক নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলইসতিযকার, খন্ড: ৪, পৃষ্ঠা: ১,৮৪০
- আলইসাবা, খন্ড: ৭, পৃষ্ঠা: ৬৪৯
- আলবিদায়া ওয়াননিহায়া, খন্ড: ৮, পৃষ্ঠা: ২৪২
- সীরাতুন্নবী আল্লামা শীবলী নুমানী, খন্ড: ২, পৃষ্ঠা: ২৭০
- তারীখুল ইসলাম আল্লামা যাহাবী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৬৭৭
- আলমুনতাযাম, খন্ড: ৩, পৃষ্ঠা: ১৩৮
- উয়ূনুল আছার, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৮০
- আলকামিল ফিত তারীখ, খন্ড: ২, পৃষ্ঠা: ১৭৬
আনুষঙ্গিক ফতোয়া
- উমর রাজিয়াল্লাহু তা'আলা আনহুর গায়েব জানা
- ঈমান আনার পর কোন নেক আমল না করলেও কি ব্যক্তি জান্নাতে যাবে
- কিরান বা তামাত্তু হজ্ব আদায়কারীর ওপর কুরবানী
- বেলাল রাদিয়াল্লাহু তা'আলা আনহুর আযান সংক্রান্ত ঘটনা
- হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহুর শাহাদাত বরণ ও জানাযা
- কিয়ামতের সময় কি আল্লাহ তা‘আলা নিদ্রায় যাবেন
- জ্বীন জাতির মধ্যে নবী-রাসূল প্রেরণ
- স্ত্রীর আগের ঘরের মেয়ের মেয়েকে বিবাহ করা