
প্রশ্ন
পিঠে তীব্র ব্যথার কারণে গত মহররমের রোযা অবস্থায় আমি শিঙ্গা লাগিয়েছি। এতে আমার রোযা ভঙ্গ হয়েছে কি? জানালে উপকৃত হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
শিঙ্গা লাগালে বা শরীর থেকে রক্ত বের হলে রোযা ভঙ্গ হয় না। তাই আপনার রোযাও ভঙ্গ হয়নি। উল্লেখ্য, শিঙ্গা লাগানোর দ্বারা যদি এত বেশি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা হয়, যার দরুণ রোযা রাখা কষ্টকর হয়ে যায়, তবে সেক্ষেত্রে তা মাকরূহ হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৯৫
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৭৩
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৯৫
- মুসনাদে আহমদ, হাদীস নম্বর: ২,৫৯৮
আনুষঙ্গিক ফতোয়া
- ইমামের জন্য দাঁড়িতে খেজাব লাগানো
- মৃত ব্যক্তির চোখে বা মুখে সুরমা লাগানো
- নামাযরত অবস্থায় লিখিত বস্তু পড়া
- ছেলে ও মেয়েদের কোন অঙ্গে মেহেদি ব্যবহার করা জায়েজ
- হায়েয-নেফাস অবস্থায় নেইল পালিশ ইত্যাদি ব্যবহার করা
- রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে...
- ভুলবশত ঈদগাহের জমিতে গাছ লাগালে সে গাছ কার হবে আর তার ফল কে ভোগ করবে
- ব্যবহৃত পানি ও তার হুকুম