
প্রশ্ন
আমি সাহরী খাওয়ার পর দাঁত ব্রাশ করি। প্রায়ই দেখা যায়, এ অবস্থায় আযান হয়ে যায়। জানতে চাই এতে কি আমার রোযার কোনো ক্ষতি হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
রোযা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহার করা মাকরূহ তানযীহী। আর যদি তা গলায় বা পেটের ভেতর চলে যায় তবে তো রোযা নষ্টই হয়ে যাবে। তাই সাহরীর সময় শেষ হয়ে গেলে পেস্ট বা মাজন জাতীয় কোনো কিছু ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৪১৫
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২০৪
- হিদায়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২২০
আনুষঙ্গিক ফতোয়া
- রোজা অবস্থায় অল্প বমি করা
- রোজা অবস্থায় নেবুলাইজার ব্যবহার করা
- ব্র্যাকের স্কুলে পরীক্ষার প্রশ্নপত্রে খৃষ্টধর্ম প্রচার
- রোজা অবস্থায় রক্ত দেওয়া
- রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার
- রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করা
- রোযা অবস্থায় ইনহিলার ব্যবহার
- গর্ভবতী নারী রোযা ভেঙ্গে ফেললে পরবর্তীতে তার কতটি রোযা কাযা করতে হবে ফিদিয়া দিলে হবে কি