
প্রশ্ন
আমি গত রমযানে একদিন দিনের বেলা ভুলক্রমে খেয়ে ফেলি। খাওয়া শেষে রোযা ভেঙ্গে গেছে মনে করে ইচ্ছাকৃতভাবে আরো খাই। প্রশ্ন হল, এ অবস্থায় আমাকে ঐ রোযার কাযা এবং কাফফারা দুটোই আদায় করতে হবে, নাকি শুধু কাযা আদায় করে নিলেই চলবে? জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নে বর্ণিত অবস্থায় আপনাকে রোযাটির কাযা আদায় করতে হবে, কাফফারা আদায় করতে হবে না। প্রকাশ থাকে যে, রোযা অবস্থায় ভুলবশত পানাহার করলে রোযা নষ্ট হয় না। তাই প্রশ্নোক্ত অবস্থায় ভুলবশত খাওয়ার পর ইচ্ছাকৃতভাবে পানাহার করা ঠিক হয়নি। এমন পরিস্থিতিতে নিজ থেকে সিদ্ধান্ত না নিয়ে কোনো আলিম থেকে মাসআলা জেনে নেওয়া আবশ্যক ছিল।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলজামিউস সগীর, ইমাম মুহাম্মাদ রাহ., পৃষ্ঠা: ১৪১
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২১৬
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৪০১
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৯৩
- বাদয়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ২৫৭
আনুষঙ্গিক ফতোয়া
- রোজা অবস্থায় ভুলবশত পানি পানের দ্বারা রোজা ভেঙ্গে গেছে ভেবে পানাহার করলে করণীয়
- রমজান মাসে কাউকে রোজা অবস্থায় পানাহার করতে দেখলে করণীয়
- ইচ্ছেকৃত রোযা ভঙ্গ করলে কাযা আবশ্যক না কাফফারা
- রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার
- রমজান মাসে রোজা অবস্থায় মাসিক শুরু হলে করণীয়
- রোযা অবস্থায় সন্তানকে দুগ্ধ পান করানো
- রোজা অবস্থায় অল্প বমি করা
- রোযা অবস্থায় ভুলে স্ত্রী সহবাস করা