রোজা Fatwa Cover

রোজা অবস্থায় মেসওয়াকের আঁশ গলার ভিতর চলে গেলে করণীয়

মাসিক আল কাউসাররোজা


প্রশ্ন

আমি রমযান মাসে দিনের বেলায় মেসওয়াক করছিলাম। এ অবস্থায় মেসওয়াকের একটি ছোট আঁশ গলার ভিতর চলে যায়। প্রশ্ন হল, আমার ঐ রোযাটি কি সহীহ হয়েছে? নাকি এর কাযা করতে হবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রোজা অবস্থায় মেসওয়াক করতে গিয়ে গলার ভিতরে মেসওয়াকের আঁশ চলে গেলে রোযা ভঙ্গ হয় না। তাই কাযাও করতে হবে না।

- والله اعلم باالصواب -

সুত্র

  • মাবসূত সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ৯৩
  • মাজমাউল আনহুর, খন্ড: , পৃষ্ঠা: ৩৬২
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২০৮
  • হাশিয়া তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা: ৩৬১
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৫