
প্রশ্ন
রোযা অবস্থায় ছিলাম। হাই তোলার সময় একটি মশা গলায় চলে গেছে। এতে কি আমার রোযার কোনো ক্ষতি হয়েছে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না। এতে রোযার কোনো ক্ষতি হয় না। আবদুল্লাহ ইবনে আববাস রা. এক লোকের কণ্ঠনালিতে মাছি ঢুকে গেলে তাকে বললেন, এতে তোমার রোযা ভঙ্গ হয়নি।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩৪৯
- ফাতহুল কাদীর, খন্ড: ২, পৃষ্ঠা: ২৫৮
আনুষঙ্গিক ফতোয়া
- রোজা অবস্থায় মেসওয়াকের আঁশ গলার ভিতর চলে গেলে করণীয়
- রোজা অবস্থায় নেবুলাইজার ব্যবহার করা
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- মহিলা মানুষ মারা গেলে কি তাদেরকে দেখা যাবে
- রোজা অবস্থায় অল্প বমি করা
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- রোজা অবস্থায় ভুলবশত পানি পানের দ্বারা রোজা ভেঙ্গে গেছে ভেবে পানাহার করলে করণীয়
- নামাযের মধ্যে গায়ে চাদর ঝুলিয়ে রাখা