রোজা Fatwa Cover

রোজা অবস্থায় গলায় মশা-মাছি চলে গেলে

মাসিক আল কাউসাররোজা


প্রশ্ন

রোযা অবস্থায় ছিলাম। হাই তোলার সময় একটি মশা গলায় চলে গেছে। এতে কি আমার রোযার কোনো ক্ষতি হয়েছে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না। এতে রোযার কোনো ক্ষতি হয় না। আবদুল্লাহ ইবনে আববাস রা. এক লোকের কণ্ঠনালিতে মাছি ঢুকে গেলে তাকে বললেন, এতে তোমার রোযা ভঙ্গ হয়নি।

- والله اعلم باالصواب -

সুত্র

  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৯
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২৫৮