
প্রশ্ন
একজন ব্যক্তি রোযা অবস্থায় ভুলবশত পানি পান করেছিল। এরপর রোযা ভেঙ্গে গেছে মনে করে পানাহার করেছে। জানার বিষয় হল, এখন তাকে কী করতে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
রোযা রেখে ভুলবশত (অর্থাৎ রোযার কথা স্মরণ না থাকায়) পানাহার করলে রোযা ভঙ্গ হয় না। হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত এক হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভুলে আহার করল বা পান করল সে যেন তার রোযা পূর্ণ করে। কারণ আল্লাহই তাকে পানাহার করিয়েছেন। (সহীহ মুসলিম ১/৩৬৪) এক্ষেত্রে নিয়ম হল, রোযার কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে পানাহার বন্ধ করবে এবং সারাদিন আর কিছু খাবে না। কিন্তু প্রশ্নোক্ত ক্ষেত্রে সে যেহেতু ভুলবশত পানি পান করার পর ইচ্ছাকৃতভাবে পানাহার করেছে তাই তার রোযা ভেঙ্গে গেছে। অতএব তাকে ঐ রোযাটি কাযা করতে হবে। কাফফারা দিতে হবে না। তবে ইচ্ছাকৃতভাবে পানাহার করে সে গুনাহ করেছে। এজন্য তাকে ইস্তিগফার করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২০৭
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৫৩
- ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ১০১
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২০৬
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৪০১
- হাশিয়াতুত তাহতাবী আলামারাকী, পৃষ্ঠা: ৩৬৮
আনুষঙ্গিক ফতোয়া
- রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার
- রোজা অবস্থায় ভুলে পানাহারের হুকুম
- ইচ্ছেকৃত রোযা ভঙ্গ করলে কাযা আবশ্যক না কাফফারা
- রোজা অবস্থায় নেবুলাইজার ব্যবহার করা
- রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করা
- গর্ভবতী নারী রোযা ভেঙ্গে ফেললে পরবর্তীতে তার কতটি রোযা কাযা করতে হবে ফিদিয়া দিলে হবে কি
- রোযা অবস্থায় জিনা করা ও রোযার কাফফারা
- রোজা অবস্থায় কানে পানি প্রবেশের হুকুম