রোজা Fatwa Cover

রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে...

মাসিক আল কাউসাররোজা


প্রশ্ন

রমযানে দিনের বেলা কারো যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোযা ভেঙ্গে যাবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না। স্বপ্নদোষের কারণে রোযা ভাঙ্গে না। হাদীসে আছে, আবু সাঈদ খুদরী রা. বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বস্ত্ত রোযা ভঙ্গের কারণ নয়, বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।

- والله اعلم باالصواب -

সুত্র

  • সুনানে কুবরা, বাইহাকী, খন্ড: , পৃষ্ঠা: ২৬৪
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৬