
প্রশ্ন
যদি কোন রোযাদার ব্যক্তি পুকুরে গোসল করতে নেমে পানিতে বায়ু ত্যাগ করে তাহলে তার রোযা ভঙ্গ হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
পানিতে বায়ু ত্যাগ করলে রোযা ভঙ্গ হবে না। কিন্তু অপারগতা ব্যতীত এরূপ করা মাকরূহ।
- والله اعلم باالصواب -