রোজা Fatwa Cover

রোযা অবস্থায় চোখে ওষুধ লাগানো

মাসিক আল কাউসাররোজা


প্রশ্ন

জনৈক ব্যক্তি রোযা অবস্থায় চোখে ওষুধ লাগিয়েছে। এ কারণে তার রোযার কোনো ক্ষতি হয়েছে কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, চোখে ওষুধ দিলে রোযার ক্ষতি হয় না। এক্ষেত্রে ওষুধের স্বাদ গলায় অনুভূত হলেও রোযা নষ্ট হবে না।

- والله اعلم باالصواب -

সুত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৮
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২৪৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৫